ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জেলা ৩১৫ বি২ এর ৩২ তম কনভেনশন

লায়ন্স জেলা গভর্নর নির্বাচন নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে

প্রকাশিত: ১৫:৩৭, ২ মে ২০২৫; আপডেট: ১৫:৫৬, ২ মে ২০২৫

লায়ন্স জেলা গভর্নর নির্বাচন নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে

ছবি: সংগৃহীত

আগামী ১০ মে লায়ন্স জেলা ৩১৫ বি২ এর ৩২তম বার্ষিক  কনভেনশন ও নির্বাচনে ডেলিগেট/ অল্টারনেট ডেলিগেট ও অতিথি নিয়ে প্রায় এক হাজার সদস্য  অংশগ্রহন করবে। কিন্তু ১০০ আসন বিশিষ্ট নিকেতন সোসাইটি হল ও ১০/১ নং ৮১ ও ৮৩ (খালি প্লট) এ অনুষ্ঠিত হ‌ওয়াকে কেন্দ্র করে সাধারণ লায়ন সদস্য ও ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ নিয়ে জেলার জৈষ্ঠ্য লায়ন এ এস ই দেলোয়ার জগলু বলেন, বিশ্বব্যাপী সমাদৃত সেবামূলক প্রতিষ্ঠান লায়ন্স এর ঐতিহ্য বজায় রেখে ৩২তম বার্ষিক কনভেনশন ও নির্বাচন করতে হবে।

লায়ন মিলন খাঁন বলেন, গত ৩১ বছরের আমাদের জেলার সকল ঐতিহ্য ভেঙ্গে জেলা গভর্নর লায়ন সফিউল আলম শামীম এর মনোনিত প্রার্থী ও পিডিজি লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেলের যোগ সাজসে তার ছোট ভাই দ্বিতীয় ভাইস জেলা গভর্নর প্রার্থী কাজী তারিফুল ইসলাম কে অনৈতিক ভাবে জয়ী করার জন্য প্রার্থীর বাড়ির উল্টো পাশে নিকেতনের মতো একটি আবাসিক এলাকায় (খালি মাঠে) আন্তর্জাতিক একটি সেবা সংগঠনের‌ কনভেনশন ও নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে জেলার সাধারণ লায়নদের যে মতামত সেই মতামত তারা চাপা দিয়ে রেখেছে।

লায়ন একেএম নেয়ামত উল্লাহ বাবু বলেন, এ ধরনের প্রহসনমূলক কনভেনশন ও নির্বাচনকে জেলার অধিকাংশ ভোটাররা প্রত্যাখ্যান করেছে। এই জেলাকে দুষ্টচক্র মুক্ত এবং গণতান্ত্রিক করার জন্য এই জেলার লায়ন সদস্যগণ সংগ্রাম করবে এবং সংগ্রাম অব্যাহত রাখবে।


লায়ন আক্তারুজ্জামান বলেন, জেলার লায়ন সদস্যরা আজ ভীত, ক্ষুব্ধ,  আতঙ্কিত, লায়নদের মধ্যে প্রচুর পরিমানে গ্লানিবোধ, তাও সদস্যরা ভয়ে কথা বলতে পারছে না। লায়ন্স জেলা ৩১৫ বি২ এর ৩২ তম কনভেনশন ও নির্বাচন অনতিবিলম্বে জেলার ঐতিহ্য বজায় রেখে পাঁচ তারকা হোটেলে স্থানান্তর সহ সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে জেলা গভর্নরকে বারবার আহ্বান জানিয়ে যাচ্ছেন জেলার সাধারণ লায়ন সদস্যরা। অন্যথায় আগামী ১০মে নিকেতনে অনুষ্ঠিত কনভেনশন ও নির্বাচনে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ও সাধারণ লায়ন/ ভোটারগন জান মালের ক্ষয় ক্ষতির সম্মুখীন হয় তার সম্পূর্ণ দায়িত্ব জেলা গভর্নর লায়ন সফিউল আলম শামীমকে বহন করতে হবে।

শিহাব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার