ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

২০২৫-এ বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইট

প্রকাশিত: ২১:৪০, ৭ মার্চ ২০২৫

২০২৫-এ বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইট

ছ‌বি: সংগৃহীত

২০২৫-এও গুগল তার শীর্ষস্থান বজায় রেখেছে, ১৩৯.৯ বিলিয়ন ভিজিট নিয়ে এটি বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইট হয়েছে, বলে জানিয়েছে সেমরাশ। বিনোদনের জগতে শক্তিশালী অবস্থান ধরে রেখে দ্বিতীয় স্থানে রয়েছে ইউটিউব, যার ভিজিট সংখ্যা ৭৭.৯ বিলিয়ন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর অবস্থানও বেশ উল্লেখযোগ্য। তৃতীয় স্থানে আছে ফেসবুক, যার ১২.৬১ বিলিয়ন ভিজিট। চতুর্থ স্থানে ইনস্টাগ্রাম ৭.২৫ বিলিয়ন ভিজিট নিয়ে। বিশ্বব্যাপী তথ্যের অন্যতম নির্ভরযোগ্য উৎস উইকিপিডিয়া ৭.০৯ বিলিয়ন ভিজিট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

রেডিট এবং বিং যথাক্রমে ৬.৩৭ বিলিয়ন এবং ৬.১২ বিলিয়ন ভিজিট নিয়ে তাদের অবস্থান ধরে রেখেছে। উল্লেখযোগ্যভাবে, 𝕏 (পূর্বের টুইটার) এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ৪.৭৮ বিলিয়ন ভিজিট নিয়ে। অন্যদিকে, চ্যাটজিপিটি ৪.৬৭ বিলিয়ন ভিজিট নিয়ে নবম স্থানে নেমে গেছে। দশম স্থানে রয়েছে রাশিয়ার সার্চ ইঞ্জিন ইয়ানডেক্স, যার ভিজিট সংখ্যা ৩.৬ বিলিয়ন।

অবাক করার মতো ব্যাপার হলো, টুইটার দুই ধাপ নিচে নেমে ১৯তম স্থানে চলে গেছে, যেখানে তার ভিজিট সংখ্যা ২.৩৭ বিলিয়ন।

বিশ্বের ডিজিটাল প্ল্যাটফর্মের এই ক্রমবদল ব্যবহারকারীদের পছন্দের পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান প্রভাবকে স্পষ্টভাবে তুলে ধরছে।


তথ্যসূত্র: https://www.semrush.com/trending-websites/global/all

আবীর

×