ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বিয়ে তাও আবার লোহিত সাগরের তলদেশে!

প্রকাশিত: ১৫:০১, ৫ নভেম্বর ২০২৪

বিয়ে তাও আবার লোহিত সাগরের তলদেশে!

আজকাল দেশে কিংবা বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং বেশ জনপ্রিয়, অনেকেই  নিজেদের পছন্দের জায়গায় বিয়ে করেছে। কেউ পাহাড়ে, কেউ বা সমুদ্রে,  তবে সমুদ্রের তলদেশে বিয়ে নতুন ই ধরা যায়, তবে সবাইকে অবাক করে  দিয়ে এক যুগল এ কান্ড ঘটিয়েছে। 

 সৌদি আরবের এক যুগল লোহিত সাগরের তলদেশে গিয়ে বিয়ে সেরেছেন। হাসান আবু-আল ওলা ও ইয়াসমিন দফতারদার তাদের  নাম। তারা পেশাগত সূত্রে প্রফেশনাল ডাইভার বা পেশাদার ডুবুরি। প্রায়ই ঘুরে  বেড়ান সমুদ্রে। সমুদ্রের তলদেশ তাদের ভীষণ পছন্দ। তাই বিয়ের জন্য গভীর সমুদ্রকে বেছে নেন তাঁরা। বর ও কনেপক্ষের পাশাপাশি তাদের বিয়ের সাক্ষী হয় জলের তলার প্রাণী আর উদ্ভিদরাও।  মুখে অক্সিজেন মাস্ক ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সুইম স্যুটেই হয়েছে তাদের বিয়ে। 

এদিকে এই যুগলের ডেস্টিনেশন ওয়েডিং দেখে অবাক অনেকে। বিয়ের ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গভীর সমুদ্রে এমন ডেস্টিনেশন ওয়েডিং করবার আগ্রহ প্রকাশ করেছেন নেটিজেনরা 

জাফরান

×