ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

আজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর চতুর্থ মৃত্যুবার্ষিকী

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:৫১, ২০ জুন ২০২৪

আজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর চতুর্থ মৃত্যুবার্ষিকী

কামাল লোহানী

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২০ জুন তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, কলামিস্ট, ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবাদ লেখক ও পাঠক, নৃত্যশিল্পী, ধারাভাষ্যকার ও আবৃত্তিশিল্পী।
১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার খান সোনতলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 
পাকিস্তান শাসনামলে স্বৈরাচার সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি চারবার জেলে যান। 
আগামীকাল শুক্রবার সন্ধ্যায় বক্তৃৃতা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে কবি শাহজাহান আবদালীর সভাপতিত্বে রাজধানীর মোহাম্মদপুর ১০, শেখেরটেক মসজিদ মার্কেটের  দোতলায় কামাল লোহানীর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত গবেষক অধ্যাপক আসাদুজ্জামান। 
সম্মানিত অতিথি থাকবেন নজরুল গবেষক মাহবুবুল হক, কবি জহির হায়দার, কবি ও সাংবাদিক সালাম সালেহ উদ্দীন, সাংবাদিক শেখ রোকন ও জামাল উদ্দিন।- বিজ্ঞপ্তি

×