ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

২৭ জুলাই থেকে বিমানের টরন্টো ফ্লাইট শুরু

প্রকাশিত: ১০:৪০, ২৭ জুন ২০২২

২৭ জুলাই থেকে বিমানের টরন্টো ফ্লাইট শুরু

অনলাইন ডেস্ক ॥ আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । আজ থেকে এই ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হচ্ছে। এখন থেকে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা থেকে প্রতি বুধবার ও রবিবার বিমানের ফ্লাইট টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করবে এবং একই দিন টরন্টো থেকেও ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটসূচি: বিজি৩০৫ বাংলাদেশ আগামী ২৭ জুলাই থেকে সপ্তাহে প্রতি বুধবার সময় ভোর সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রাপথে ফ্লাইটটি রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল ৯টায় তুরস্কের ইস্তান্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওয়ানা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে। সপ্তাহে প্রতি রবিবার বিজি৩০৫ ঢাকা থেকে ভোর ৩টায় যাত্রা করে রিফুয়েলিংয়ের জন্য স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তুরস্কের ইস্তান্বুলে অবতরণ করবে। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তান্বুল থেকে রওয়ানা দিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি টরন্টো পৌঁছাবে। অন্যদিকে, টরন্টো থেকে যাত্রা শুরু করলে ইকোনমি ক্লাসে টরন্টো থেকে আসার ক্ষেত্রে ২৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ ৬৯০ কানাডিয়ান ডলার থেকে শুরু এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ২৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ১২৩৩ কানাডিয়ান ডলার। প্রিমিয়াম ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া ২৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ১২৩০ কানাডিয়ান ডলার এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ২৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ২১৭৮ কানাডিয়ান ডলার। এছাড়া বিজনেস ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া ২৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ১৮৬০ কানাডিয়ান ডলার এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন মূল্য ২৫ শতাংশ ডিসকাউন্ট দিয়ে ট্যাক্সসহ ৩০৭৮ কানাডিয়ান ডলার। তবে রেট অব এক্সচেঞ্জ অনুযায়ী ভাড়ার মূল্যে কিছুটা তারতম্য হতে পারে। এক্ষেত্রেও বিমানের ওয়েবসাইট থেকে প্রোমো কোড BGWEB2022 ব্যবহার করে টিকিট ক্রয় করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ফ্লাইটসূচি: প্রতি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। কোনো যাত্রাবিরতি ছাড়াই ফ্লাইটটি একটানা ১৬ ঘণ্টা উড়ে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সপ্তাহে প্রতি রোববার টরন্টো থেকে স্থানীয় সময় রাত ৯টায় উড্ডয়ন করে সরাসরি ঢাকায় পৌঁছাবে সোমবার স্থানীয় সময় রাত ১১টায়।
×