ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে গম রফতানি করতে চায় ভারত রাশিয়া

প্রকাশিত: ০১:১৪, ২৫ মে ২০২২

বাংলাদেশে গম রফতানি করতে চায় ভারত রাশিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারত ও রাশিয়া বাংলাদেশে গম রফতানি করতে চায় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খবর অনলাইনের। মন্ত্রী বলেন, ভারতের ৭ থেকে ৮টি কোম্পানি গম রফতানিতে আগ্রহ দেখিয়েছে। তারা দেখল প্রতিবেশী রাষ্ট্রের জন্য গম রফতানিতে কোন অসুবিধা নেই। এই আটটি কোম্পানি বাংলাদেশকে অফার লেটার দিয়েছে। অফার লেটারগুলো ভারতের দূতাবাসে পাঠিয়ে দেয়া হয়েছে। অফার দেয়া কোম্পানিগুলো গম রফতানি করার মতো যোগ্য কি না, তা যাচাই-বাছাই করে এবং দাম নির্ধারণ করার পর গম আনা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং দরদাম মিলে তাহলে গম আনা হবে। রাশিয়া থেকেও সোমবার গম রফতানির বিষয়ে একটি অফার লেটার এসেছে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, রাশিয়া থেকে গম আনায় কখনও অসুবিধা ছিল না। যুদ্ধ শুরু হওয়ার পরে ডলারে পেমেন্ট করার বিষয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। খাদ্যশস্য ডলারে পেমেন্ট বিষয়ে দুই থেকে তিন দিন আগে আমেরিকা তাদের এমবার্গো তুলে নেয়ায় আর কোন অসুবিধা নেই।
×