ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৭:২৪, ২৪ মে ২০২২

পাবনায় বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ ধান মাড়াইয়ের জন্য ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে সুজানগর উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. লালন প্রামাণিকের (৩২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভায়না ইউনিয়নের হেমরাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত লালন প্রামাণিক হেমরাজপুর গ্রামের আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে। তিনি উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান নিজ বাড়ির উঠানে ধান মাড়াইয়ের জন্য ফ্যানের সুইচ দিতে গিয়ে মো. লালন প্রামানিক বিদ্যুতস্পৃষ্ট হন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক মো. ঔালন প্রামানিককে মৃত ঘোষণা করেন। সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. লালন প্রামাণিকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী।
×