ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় আইসিসি প্রধানের ব্যস্ত দিন

প্রকাশিত: ২২:২৯, ২৩ মে ২০২২

ঢাকায় আইসিসি প্রধানের ব্যস্ত দিন

স্পোর্টস রিপোর্টার ॥ স্বয়ং বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছেন, আইসিসি প্রধানের হঠাৎ বাংলাদেশে আসার সুনির্দিষ্ট কোন কারণ নেই। অনির্ধারিত সফর, তাই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধাণ কর্তাব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ কোন আলোচনা বা এজেন্ডাও নেই। তবে ঢাকায় পা রেখেই ব্যস্ততা শুরু হয়ে গেছে গ্রেগ বার্কলের। রবিবার দুপুর একটার দিকে বিমানবন্দরে পা রেখেই সরাসরি পূর্বাচলে প্রস্তাবিত (নির্মাণাধীন) শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো দেখতে চলে যান তিনি। বার্কলের জন্য এদিন রাতে এক ডিনার পার্টির আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকবেন বার্কলে। বোর্ড সূত্রের খবর, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন তিনি। আজ সন্ধ্যায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন। মূলত ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর নিমন্ত্রণে আইপিএলের কোয়ালিফায়ার ও ফাইনাল দেখতে ভারত যাবেন আইসিসি প্রধান। তার আগে বাংলাদেশে দুই দিনের এই ঝটিকা সফর। কিছুটা সময় মিরপুর টেস্ট দেখা, প্রধানমান্ত্রীর সঙ্গে সাক্ষাত ছাড়াও বার্কলে আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যাবেন। সেখানে তিনি স্টেডিয়াম ছাড়াও অন্যান্য সব সুযোগ সুবিধা পরিদর্শন করবেন। উল্লেখ্য, ২০২০ সালে আইসিসির চেয়ারম্যানের পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব ছাড়ার পর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্র্বর্তী প্রধানের দায়িত্ব পালন করছিলেন। এরপর আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হন নিউজিল্যান্ডের ৬০ বছর বয়সী গ্রেগ বার্কলে। সৌরভের আমন্ত্রণে বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও আইপিএল ফাইনাল দেখতে ভারত যাওয়ার কথা রয়েছে। আহমেদাবাদে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রবিবার।
×