ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোহনবাগানে ধরাশায়ী বসুন্ধরা

প্রকাশিত: ০০:৩০, ২২ মে ২০২২

মোহনবাগানে ধরাশায়ী বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৪ সালে এএফসি কাপ শুরু হওয়ার পর থেকে এই আসরে আজ পর্যন্ত ভারতের এটিকে মোহনবাগান এফসিকে আজ পর্যন্ত হারাতে পারেনি বাংলাদেশের কোন ক্লাব। এই ইতিহাস বদলাতে মরিয়া ছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। কিন্তু শনিবার তাদের সেই প্রচেষ্টা নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। ভারতের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মোহানবাগানের কাছে ৪-০ গোলে ধরাশায়ী হয়েছে কিংস। আসলে মোহনবাগানের ফরোয়ার্ড লিস্টন কোলাকোর কাছেই হেরে গেছে কিংস। অনবদ্য হ্যাটট্রিক করেন ২৩ বছর বয়সী লিস্টন (২৬, ৩৪ ও ৫৩ মিনিটে)। অপর গোলটি ডেভিড উইলিয়ামসের (৭৭ মিনিটে)। কিংস প্রতিটি গোল হজম করে তাদের ডিফেন্ডারদের ভুলের খেসারত দিয়ে। ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে রেফারি খেলা বন্ধ করে দেন। আধঘণ্টা পর আবহাওয়ার উন্নতি হলে আবারও শুরু হয় খেলা। তবে বেশিরভাগ সময়ই খেলা অনুষ্ঠিত হয় ঝিরি ঝিরি বৃষ্টিতে। দুদলই ম্যাচে আক্রমণাত্মক খেলে। কিংসের দুর্ভাগ্য, গোলের তিনটি সুযোগ পেয়েও একটিও কাজে লাগাতে পারেনি তারা। এই জয়ে ডি-গ্রুপে মোহানবাগানের সংগ্রহ ২ ম্যাচে ৩ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে তারা স্বদেশী গোকুলাম কেরালা এফসির কাছে ৪-২ গোলে হেরেছিল। পক্ষান্তরে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে ১-০ গোলে হারানো কিংসেরও সংগ্রহ ২ ম্যাচে ৩ পয়েন্ট। তাদের পরের ম্যাচ কেরালার বিপক্ষে, ২৪ মে।
×