ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে ৫৬ হাজার ইয়াবাসহ আটক পাঁচ

প্রকাশিত: ০০:১৮, ২২ মে ২০২২

টেকনাফে ৫৬ হাজার ইয়াবাসহ আটক পাঁচ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে মাছ ধরার নৌকা থেকে ৫৬ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার রাতে সাবরাং কাটাবুনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আটক পাঁচজন হচ্ছে- ইলিয়াস, রবি আলম, জালাল আহমেদ, ওমর সিদ্দিক ও আলম। আটক মাঝি-মাল্লারা টেকনাফের সাবরাং শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। কোস্টগার্ড সূত্র জানায়, সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকার গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা টর্চলাইট ও বাঁশির মাধ্যমে থামানোর সঙ্কেত দেয়। তবে নৌকাটি সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করে। পরে তল্লাশি করলে ৫৬ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করে। ৯ মামলার পলাতক আসামি গ্রেফতার সংবাদদাতা, সেনবাগ, নোয়াখালী ॥ সেনবাগ থানা পুলিশ ৯ মামলার আসামি ও মাদককারবারি এবং মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বরিনকে (২৫) গ্রেফতার করেছে। সে সেনবাগ পৌরসভার বাবুপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে। শনিবার গভীর রাতে সেনবাগ থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এবং শনিবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করে। ডোমার যুবদলের সদস্য সচিব গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারীর ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্তকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে শহরের আমিনা ফিলিং স্টেশন হতে তাকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।
×