ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নগর ভবনে দরপত্র জমা দেওয়ার চেষ্টা

প্রকাশিত: ১৩:৫০, ২০ মে ২০২২

নগর ভবনে দরপত্র জমা দেওয়ার চেষ্টা

অনলাইন রিপোর্টার ॥ নগর ভবনে দরপত্র জমা দিতে যাওয়া পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৯ মে) ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এ বিষয়ক একটি চিঠি ডিএমপি কমিশনার বরাবর পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি এর বেইজমেন্টসমূহে কার পার্কিংয়ের লক্ষ্যে দরপত্র দাখিলের দিন ১৯ মে ধার্য ছিল। ধার্য তারিখে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বিবেচনায় শাহবাগ থানায় চিঠি প্রদান করে পুলিশ আনয়নসহ ডিএসসিসির নিজস্ব আনসার সদস্য মোতায়েন করা হয়। দরপত্র দাখিলের ধার্য তারিখে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কামরুল হাসান নামে এক ব্যক্তি ওয়াকিটকি হাতে পুলিশ পরিচয়ে দরপত্র দাখিল করতে যান। এ সময় দরপত্র দাখিলে আসা অন্য ব্যক্তিরা বাধা প্রদান করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরবর্তীতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে জানা যায়, কামরুল হাসান সহকারী উপ-পুলিশ পরিদর্শক। পরে তাকে শাহবাগ থানার এসআই (নিরস্ত্র) দীপক বালার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি এর বেইজমেন্টসমূহে কার পার্কিংয়ের লক্ষ্যে দরপত্র দাখিল করতে আসা পুলিশ সদস্যর বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
×