ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মির্জাপুরে নির্যাতিত মায়ের আত্মহত্যা

প্রকাশিত: ০০:০৬, ২০ মে ২০২২

মির্জাপুরে নির্যাতিত মায়ের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ মির্জাপুরে ছেলে ও ছেলের বউয়ের নির্যাতন সহ্য করতে না পেরে মিনু রানী ম-ল (৫৫) নামে এক মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ভাওড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে। মিনু রানীর স্বামীর নাম মহর সরকার। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাঝেমধ্যেই ছেলে রাজীব সরকার ও তার স্ত্রী অর্চনা সরকার মা মিনু ম-লের সঙ্গে কারণে-অকারণে ঝগড়া করত। এছাড়া ঝগড়ার স্থলে ছেলে ও ছেলের বউ মিনু রানীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনও করত বলে অভিযোগ রয়েছে। অন্যদিনের মতো বুধবার ছেলে ও ছেলের বউ অর্চনা সরকার মা মিনু রানীর সঙ্গে ঝগড়া হয়। এতে ক্ষোভে মিনু রানী রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মির্জাপুর থানার এসআই নাসিরুজ্জান বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। সখীপুরে বখাটেদের রং করা চুল কেটে দিলেন ওসি নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ সখীপুরে বিভিন্ন রং ও কাটিং-ফিটিং (স্টাইলে) চুল কাটা বখাটেদের ধরে থানায় এনে সঠিক ও সুন্দরভাবে চুল কাটালেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম। বুধবার বিকেলে সখীপুর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বখাটে সন্দেহে প্রায় ১৫ জনকে ধরে এনে নাপিত ডেকে এনে তাদের চুলের সাইজ করে কেটে মুচলেকা দিয়ে ছেড়ে দেন।
×