ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অন্যত্র হত ৫

সড়ক যেন ধান শুকানোর চাতাল, প্রাণ গেল বাইক আরোহীর

প্রকাশিত: ২৩:২৪, ১৮ মে ২০২২

সড়ক যেন ধান শুকানোর চাতাল, প্রাণ গেল বাইক আরোহীর

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তার মধ্যে নীলফামারীতে দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার দুই যাত্রী, নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক, জয়পুরহাটের সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল চালক এবং যশোরের নওয়াপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ছয় বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নীলফামারীর সড়ক-মহাসড়কগুলো যেন ধান ও খড় শুকানোর চাতালে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এমনই এক দুর্ঘটনায় আহত মাহমুদুল হক (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহমুদুল জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া অচিনতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এ ছাড়া বিভিন্ন ছোট-বড় দুর্ঘটনায় প্রায় ২০-২৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরেজমিনে দেখা যায়, জলঢাকা-নীলফামারী মহাসড়কে বিস্তীর্ণ এলাকায় ধান, ভুট্টা ও খড় শুকাচ্ছেন কৃষকরা। একধারে শুকানো হচ্ছে ধান-ভুট্টা, অপর প্রান্তে একই সড়কে চলছে ধান মাড়াই। কয়েক জন কৃষকের সঙ্গে কথা হলে তারা জানান, প্রতিবছর আমরা এখানেই ধান শুকাই। আমাদের কেউ কিছু বলে না। এছাড়া বাড়ি ঘরের ধারে ধান মাড়াইয়ের কোন জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়ক বেছে নিয়েছে বলে দাবি তাদের। দুর্ঘটনার শিকার এক দম্পতি অভিযোগ করেন, তারা স্বাভাবিক গতিতে মোটরসাইকেলে করে সৈয়দপুর শহর থেকে সোনাখুলিতে যাচ্ছিলেন নীলফামারী- সৈয়দপুর মহাসড়কের ঢেলাপীর এলাকা দিয়ে। কিন্তু সড়কে শুকাতে দেয়া খড়ে মোটরসাইকেল পিছলে অনেকটা দূরে ছিটকে পড়ে যান তারা। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। হবিগঞ্জ ॥ নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রুকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরশ আলী (৩০) ও নুরেয়া বেগম (৩৫) রুকনপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, একটি সিএনজি অটোরিক্সা রুকনপুরের ভেতরের সড়ক থেকে মহাসড়কে উঠে যাত্রী নামাচ্ছিল। দুইজন যাত্রী নামার পর ঢাকাগামী এমআর পরিবহনের একটি বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে তারা দুজন ঘটনাস্থলেই নিহত হন। নাটোর ॥ বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন দফাদার (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন হেলপার। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট ॥ সদর উপজেলার দোগাছী বোর্ডঘর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট জয় হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু তাহমিদ (২২) গুরুতর আহত হয়েছেন। নিহত জয় হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার ফাঁসিপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-উ-১২-১৪২২) ধাক্কায় ঘটনাস্থলেই এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াছিন মিয়া (২৩)।
×