ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রায়পুরায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ১৪:২২, ২৪ মার্চ ২০২২

রায়পুরায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী)॥ নরসিংদীর রায়পুরায় নাম পরিচয়হীন এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের আড়িঁয়াল খাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে স্থানীয় একজন আড়িঁয়াল খাঁ নদীর পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে ভাসমান লাশটি দেখতে পায়। পরে সে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রায়পুরা থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পর মৃতের আসল কারণ জানা যাবে। এছাড়া লোকটির পরিচয় জানতে চেষ্টা অব্যাহত আছে।
×