ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১২ অধিনায়ককে মিডিয়ার মুখোমুখি করবে বাফুফে

প্রকাশিত: ২০:২০, ২৯ জানুয়ারি ২০২২

১২ অধিনায়ককে মিডিয়ার মুখোমুখি করবে বাফুফে

অনলাইন রিপোর্টার ॥ ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এই প্রথম লিগের কোনো খেলা হবে না দেশের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে, ঢাকার দুটি স্টেডিয়ামে খেলা হচ্ছে। একটি ভেন্যু বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, অন্য বসুন্ধরা কিংস কমপ্লেক্স। এ ছাড়া মুন্সিগঞ্জ ও টঙ্গীতে হবে প্রিমিয়ার লিগের খেলা। প্রিমিয়ার লিগের গত আসরের মাঝপথে পেয়েছিল পৃষ্ঠপোষক। এবার শুরু থেকেই ব্যবস্থা করেছে বাফুফে। রবিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষকের নাম ঘোষণা করবে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। সেই সঙ্গে লিগের লোগোও উম্মোচণ করা হবে। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া লিগে কোন দলের কে অধিনায়ক থাকছেন তাও জানা যাবে ৫ দিন আগে। রবিবার লোগো উম্মোচন অনুষ্ঠানে ১২ ক্লাবের অধিনায়ককেও উপস্থিতত রাখবে বাফুফে।অধিনায়করা গণমাধ্যমের কাছে নিজ নিজ দলের প্রস্তুতি ও লিগে তাদের লক্ষ্য ও সম্ভাবনার কথা জানাবেন।
×