ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিবেশমন্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ০১:৩৬, ২৮ জানুয়ারি ২০২২

পরিবেশমন্ত্রী করোনায় আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। উপসর্গ থাকায় বুধবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা দেয়া হলে বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে। মন্ত্রী উপসর্গ নিয়ে নিজ সরকারী বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। খবর ওয়েবসাইটের। সস্ত্রীক করোনায় আক্রান্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী ॥ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বৃহস্পতিবার সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
×