ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুর কারাগারে আসামির মৃত্যু

প্রকাশিত: ১৭:৪৭, ২৬ জানুয়ারি ২০২২

দিনাজপুর কারাগারে আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জেলা কারাগারে শফিকুল ইসলাম (৪৫) নামে সাজাপ্রাপ্ত এক আসামির (কয়েদি নং-৩৩৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শরিফুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চম্পাতলা এলাকার হাসান আলীর ছেলে। দিনাজপুর জেল সুপার মকাম্মেল হোসেন বলেন, শফিকুলের কিডনি সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টয়লেটে যাওয়ার সময় সে মাথা ঘুরে পড়ে যায়। রাত পৌনে ৮টার দিকে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কারা সূত্রে জানা যায়, ১৯ লাখ টাকা প্রতারণার অভিযোগে দুই মামলার একটিতে ছয় মাসের এবং অপরটিতে এক বছরের কারাদন্ড হয় শফিকুলের। ২০২১ সালের ২৩ জুলাই থেকে তিনি কারাগারে ছিলেন। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
×