নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ লালমোহন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই নৌকার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আজগর আলী (২৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। সংঘর্ষে আরও ৫ জেলে আহত হয়। মঙ্গলবার বিকেলে লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর ৮নং চরের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত আজগর আলী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোরশেদের ছেলে। এছাড়া আহতরা মতিন মাঝি, কামাল, রাসেল, জহুর ও ছলেমানসহ ৫ জন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।