ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাচ্চাদের করোনা

প্রকাশিত: ২৩:১৯, ২৬ জানুয়ারি ২০২২

বাচ্চাদের করোনা

* বাচ্চাদের মধ্যে করোনার প্রকোপ বাড়ছে। * বিশেষ করে যেসব বাচ্চার বয়স ১২ বছরের নিচে। * এর কারণ হতে পারে ১২-এর নিচের বাচ্চারা টিকা প্রাপ্ত হয়নি। * ৯ কোটির ওপরে মানুষ আমাদের দেশে এক ডোজ টিকা পেয়েছে। * দুই ডোজের সংখ্যা একেবারে কম নয়। * কিন্তু শূন্যের কোঠায় ১২-এর নিচের বাচ্চাদের। * একথা ঠিক বাচ্চাদের করোনা সুবিধা করতে পারে না। তাদের শরীরে রিসেপ্টরের অভাব আছে। * বড় বাচ্চারা যে একেবারে আক্রান্ত হচ্ছে না, তা নয়। * তারা নিউমোনিয়া নিয়ে আসছে। * অন্তত ৩০% নিউমোনিয়া আক্রান্ত বাচ্চা করোনা পজিটিভ হচ্ছে। * দেশে দেশে ১২-এর নিচের বাচ্চাদের টিকার কি সিদ্ধান্ত নেয়, সেটা দেখার বিষয়। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×