নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ মাকে কামড়ে হাতের আঙ্গুল কেটে ফেলা, প্রহার ও নির্যাতন করে বাড়ি হতে বের করে দেয়ার অপরাধে ইসলামি ছাত্র শিবির নেতার নামে মায়ের মামলা দায়ের পুলিশ ছাত্র শিবির নেতা মোঃ রাজিউর রহমান রাজিব(৪০) কে গভীর রাতে আটক করে। তাকে আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট আদালতে সোপর্দ করেছে।
মামলার বিবরণে জানা যায়, জেলার পাটগ্রাম উপজেলার জমগ্রামের বীরমুক্তিযোদ্ধার মৃত মোঃ আনছার আলীর স্ত্রী রাজিয়া খাতুন তার একমাত্র পুত্র উগ্রমৌলবাদী আদর্শের ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবির নেতা মোঃ রাজিউর রহমান রাজিব(৪০)’র বিরুদ্ধে তাকে নির্যাতন, মারডাং, বাড়ি হতে বেড় করে দেয়া, হাতের আঙ্গুল কামড়ে ছিঁড়ে নেয়া ও নিজের বোনকে বিবস্ত্র করে নির্যাতন করে। নগদ অর্থ বাড়ি হতে লুটপাট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে ৬ জানুয়ারি তারিখে।
থানা পুলিশকে অভিযোগ দিলে পুলিশ তদন্ত পূর্বক গতকাল ২৪ জানুয়ারি রাতে মামলাটি রেকর্ড করে। একই রাতে নিজ বাড়ি হতে শিবিরের নোত রাজিবকে আটক করে। রাজিবের স্ত্রী পুত্র বধু খায়রুন নাহার মনা(৩০) কে আসামী করা হয়। এদিকে ২০১৭ সালের ২৩ মার্চ একটি ফেসবুক আইডি খুলে সে নিজেকে ইসলামি ছাত্র শিবিরের নেতা পরিচয় দেয়। একই সাথে সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করে।
তার ফেসবুক আইডিতে ছাত্র শিবিরের বেশ কিছু নেতা পাটগ্রামে আসার তথ্য আছে। আছে কিছু সাইন লেংগুয়েছ। আদতে সে সাব রেজিষ্ট্রার অফিসের একজন ডিডরাইটার। একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে কিভাবে শিবিরের রাজনীতিতে জড়িয়ে গেল প্রতিবেশীরা হতভম্ব। তবে ইদানিং সে ভোল্টপাল্টে আওয়ামীরীগের নেতা কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলেছে।