স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ায় বদন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পাঁচ পুলিশ সদস্য। তাদের চকরিয়া উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযান চালিয়ে মোহাম্মদ সাগর (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে বদরখালী ঠুটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি ওসমান গণি বলেন, বদন হত্যা ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে গেলে আসামিরা দা ও লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দায়ের কোপ ও লাঠির আঘাতে ২ জন এসআই ও ৩ জন কনস্টেবল আহত হয়েছে। উল্লেখ্য, এদিন দুপুরে জমিসংক্রান্ত সালিশে অংশ নিতে গিয়ে খুনের শিকার হয়েছেন বদন (৪০) নামের এক ব্যক্তি।
মাদারীপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদ-
নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ হত্যা মামলায় সোমবার ৫ জনের মৃত্যুদ- দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস। এ সময় দ-প্রাপ্ত ৫ আসামির মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিল। এক আসামি পলাতক। জানা গেছে, রাজৈরের আমগ্রাম এলাকার মৃত চৈতন্য বৈদ্যর ছেলে অশোক বৈদ্য, তরনী বৈদ্য, গৌরাঙ্গ বৈদ্যের সঙ্গে বিষ্ণুপদ বৈদ্যের জমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। ২০০২ সালের ১৪ অক্টোবর পূজার অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রাধা রানী বৈদ্যকে অপহরণ করে আসামিরা। এর ১০ দিন পর থানা পুলিশ পাখুলা বিলে থেকে তার লাশ উদ্ধার করে। দ-প্রাপ্তরা হলেন-আমগ্রাম এলাকার অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস, তরনী বৈদ্য ও বিজয় বেপারী।