ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালাস চেয়ে মিন্নির জেল আপীল, তাহসানের জামিন

প্রকাশিত: ০১:০৫, ২১ জানুয়ারি ২০২২

খালাস চেয়ে মিন্নির জেল আপীল, তাহসানের জামিন

স্টাফ রিপোর্টার ॥ বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আবারও পিছিয়েছে। শুনানির জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত। এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণামূলক কর্মকা-ে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে জেল আপীল করেছেন হাইকোর্টে। ইভ্যালির মামলায় তাহসানের জামিন ॥ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে প্রতারণামূলক কর্মকা-ে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে তাহসান খানের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট সানজিদা খানম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। এর আগে তাহসান গত বুধবার হাইকোর্টে জামিন আবেদন করেন। খালাস চেয়ে মিন্নির জেল আপীল ॥ বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে জেল আপীল করেছেন হাইকোর্টে। জেল আপীল শুনানির জন্য গ্রহণ করলে নিয়মিত আপীল ও জেল আপীল এবং মৃত্যুদ-াদেশ অনুমোদনের বিষয়ে ডেথ রেফারেন্সের শুনানি একইসঙ্গে হবে বলে জানিয়েছেন আইনজীবী এ এম জামিউল হক ফয়সাল। তিনি জানান, শুনানিতে থাকবেন আইনজীবী মোঃ জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না। এসআই হায়াতুলের রিভিউ আবেদন ॥ গোয়েন্দা পুলিশের হেফাজতে শাহীন রেজা রুবেল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদ-ের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন তৎকালীন এসআই হায়াতুল ইসলাম ঠাকুর। সম্প্রতি তিনি এ আবেদন করেন। বৃহস্পতিবার আপীল বিভাগের বিচারপতি মোঃ নূরুজ্জামান ননীর নেতৃত্বাধীন আপীল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য তালিকায় আসে। পরে আদালত ২৭ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। শুনানিতে এসআই হায়াতুলের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী।
×