স্পেনের পূর্বাঞ্চলে একটি অবকাশ যাপন কেন্দ্রে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দেশটির জরুরী সেবা বিভাগের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে ভ্যালেন্সিয়ার মনকাদায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল অনেকের। এ সময় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আরও ২৫ জনকে উদ্ধার করেন। এছাড়া ওই অবসরযাপন কেন্দ্র থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে আরও ৭০ জনকে।