নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর গ্রামের মোহাব্বত আলী পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২১ বাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানীয়রা জানান। এদিকে আগুন নেভাতে গিয়ে অন্তত স্থানীয় ১৬ গ্রামবাসি আহত হয়েছে। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানাযায়, বুধবার দুপুর ১টার দিকে মোহাব্বত আলী পাড়ার মো: শাহ্ আলমের রান্না ঘরের চুলা হতে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামবাসি, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে ঘন্টাব্যাপি চেষ্টা চালায়। ততক্ষনেই মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে ২১টি বসতঘর নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বসতঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ সর্বস্ব পুড়ে নি:স্ব হয়ে পড়েছে ২১টি পরিবারের সদস্যগণ। এদিকে আগুনে ক্ষতিগ্রস্থ লোকজনদেরকে দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাঈদুজ্জামান চৌধুরী ও থানা পুলিশের ওসি মো: কামাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তারা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করে। পরবর্তীতে তাদেরকে আরও সাহায্য সহযোগীতা প্রদান করবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।