ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে প্রায় ১২ লাখ ইয়াবাসহ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০১:১৩, ১৯ জানুয়ারি ২০২২

টেকনাফে প্রায় ১২ লাখ ইয়াবাসহ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদক পাচারকারীদের সঙ্গে কোস্টগার্ডের গুলিবিনিময় হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা, ৩০ রাউন্ড গুলি ও ১টি বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলকায় বিসিজি বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবার বিশাল চালান উদ্ধার করে। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে থামার জন্য সঙ্কেত দেয়। বোটটি সঙ্কেত পেয়েও না থেমে কোস্টগার্ডের বোটকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কোস্টগার্ড সদস্যগণও পাল্টা গুলি করলে বোট হতে ইয়াবা পাচারকারী দল সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ইয়াবা, গুলি এবং ১টি বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র, গুলি এবং ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
×