ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরহাদ হোসেন মাভাবিপ্রবির নয়া ভিসি

প্রকাশিত: ২৩:৪৮, ১৪ জানুয়ারি ২০২২

ফরহাদ হোসেন মাভাবিপ্রবির নয়া ভিসি

অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেনকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর পদে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ। মোঃ ফরহাদ হোসেন বুধবার উক্ত পদে যোগদান করেছেন। এর আগে তিনি জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ছিলেন। অধ্যাপক ফরহাদ হোসেন ১৯৫৮ সালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরেরকান্দি গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলানা হুকুম আলী মাদবর। ফরহাদ হোসেন কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের প্রভাষক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। -বিজ্ঞপ্তি
×