ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রামগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৩১ জনের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০০:০৭, ১২ জানুয়ারি ২০২২

রামগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৩১ জনের জামিন নামঞ্জুর

সংবাদদাতা, রামগঞ্জ, লক্ষ্মীপুর ॥ রামগঞ্জের লামচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফয়েজ উল্লাহ জিসানসহ ৩১জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা চীফ জুডিসিয়াল রামগঞ্জ আমলী আদালতে তাঁরা স্বেচ্ছায় জামিন চাইতে গেলে বিচারক মোঃ আনোয়ার হোসেন তাদের জামিন নামঞ্জুর করে সিডব্লিউ মূলে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ আমলী আদালতের আইনজীবী খোরশেদ আলম জানান, তৃতীয় ধাপে ২৮ নবেম্বর নির্বাচনের পূর্বে ২৪ নবেম্বর লামচর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মাহেনারা পারভিন পান্নার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফয়েজ উল্লাহ জিসানসহ ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে রামগঞ্জ থানায় মামলা করেন। ২৮ তারিখ নির্বাচনে ফয়েজ উল্লাহ জিসান নির্বাচিত হন এবং হাইকোর্টে ৪ সপ্তাহ আগাম জামিন পান। মঙ্গলবার আগাম জামিনের মেয়াদ শেষে স্বেচ্ছায় জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
×