ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আকাশ পথে টিকেটের দাম বৃদ্ধির প্রতিবাদ বায়রার

প্রকাশিত: ০১:২৪, ৯ ডিসেম্বর ২০২১

আকাশ পথে টিকেটের দাম বৃদ্ধির প্রতিবাদ বায়রার

স্টাফ রিপোর্টার ॥ আটাবের পর বায়রাও আকাশ পথে টিকেটের অস্বাভাবিক দামের প্রতিবাদ করেছে। এভাবে চলতে থাকলে জনশক্তি রফতানিতেও বিপর্র্যয় নেমে আসবে। তারা জানান, টিকেট সঙ্কটের কারণে দেশে এখন প্রায় ৫০ হাজার বিদেশগামী যাত্রী অপেক্ষায় রয়েছেন। যাত্রীদের এই সঙ্কট মেটাতে দ্রুত বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সম্মিলিত সমন্বয় পরিষদ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এতে বায়রার সাবেক অর্থ সচিব মোঃ ফখরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে বিদেশগামী কর্মীদের এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সবার সরব হওয়া উচিত। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বায়রার সাবেক সভাপতি ও সম্মিলিত সমন্বয় পরিষদের প্যানেল প্রধান আলহাজ আবুল বাসার।
×