ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শাকিব খান ও মিশন এক্সট্রিম

প্রকাশিত: ১৯:০৯, ৫ ডিসেম্বর ২০২১

শাকিব খান ও মিশন এক্সট্রিম

অনলাইন রিপোর্টার ॥ অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত মিশন এক্সট্রিম ছবিটি গত শুক্রবার মুক্তি পেয়েছে দেশের ৫০ টি সিনেমা হলে। একই দিনে বিশ্বের অন্যান্য দেশে মুক্তি পায়েছে আরিফিন শুভ অভিনীত মিশন এক্সট্রিম ছবিটি। মিশন এক্সট্রিম ছবিটি হলে গিয়ে দেখতে আমন্ত্রন জানতে ভোলেননি চলচ্চিত্র তারকারাও, তাইতো নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সদ্য মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’ দেখার অনুরোধ জানালেন সুপারস্টার শাকিব খান। শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান বললেন, নিউইয়র্কে সবাইকে ‘মিশন এক্সট্রিম’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিকজ আমি সবসময়ই চাই, যারাই চেষ্টা করেছেন বাংলাদেশের সিনেমা, বাংলাদেশকে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরতে; আমরা সবসময় সবাইকে সাপোর্ট করি। তাদের প্রতি আমরা শুভকামনা সবসময়ই রাখি। এর আগে, ঢাকায় ‘মিশন এক্সট্রিম’ ছবির প্রিমিয়ারে আরিফিন শুভ বলেন, ‘মুখে বড় বড় কথা না বলে, আন্তর্জাতিক কাকে বলে উদাহরণসহ দেখিয়ে দিলাম।’ তার এমন মন্তব্যে নেটিজেনদের মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। এর মধ্যে প্রিমিয়ারে আরিফিন শুভর সেই বক্তব্যের পরে শাকিব খানের এমন ইতিবাচক মতামত যেন সবাইকে অবাক ও মুগ্ধ করেছে। ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে শাকিব খান দর্শকদের উদ্দেশ্যে আরও বলেন, নিউইয়র্কে আমাদের একটি ছবি রিলিজ পেয়েছে আপনারা কী জানেন? ছবিটার নাম মিশন এক্সট্রিম। আমাদের দেশকে আমরা যদি ভালোবাসি, তাহলে বাঙালি হিসেবে সবার এই ছবিটা দেখা উচিত।’ এরপরই করতালিতে মুখর হয়ে ওঠে হলরুম।
×