ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেতুর অভাবে কৃষকদের দুর্ভোগ

প্রকাশিত: ১৬:৫৪, ৩ ডিসেম্বর ২০২১

সেতুর অভাবে কৃষকদের দুর্ভোগ

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী ॥ সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে সেতু না থাকায় প্রায় ৬০ একর জমির চাষাবাদ নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে চাষীদের। এতে কৃষকদের দুর্ভোগ দির্ঘায়িত হলেও দেখার কেউ নেই। জানা যায়, শহরের ১১ নং ওয়ার্ডের কুন্দল গ্রামের পার্শ্ব রেখা দিয়ে বয়ে গেছে খড়খড়িয়া নদী। ওই গ্রামের প্রায় তিন শতাধিক কৃষকের চাষাবাদী জমি রয়েছে নদীর পশ্চিম তীরে। নদীটি স্বৃষ্টির পর থেকে চাষাবাদে দ্বিগুন শ্রম ব্যায় মেটাতে হচ্ছে চাষিদের। বার্ষায় নদীতে সাতার কেটে চাষাবাদ সম্ভব না হওয়ায় এ সকল জমি এখন এক ফসলিতে পরিণত হয়েছে। কৃষকরা জানায়, আমাদের বিশাল সেতুর দরকার নেই। একটি ফুট ওভার ব্রিজ থাকলেই ওপারের জমিগুলো নিয়মিত চাষাবাদ সহজ হত। ব্যায় কমত চাষাবাদে। বিশেষ করে, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষাবাদ করা, ফসলি জমির সার ওষুধ পরিবহনে অসুবিধা, জমির ফসল রোপন ও উত্তলন এবং ক্রয়-বিক্রয়ে অসুবিধাসহ নানা বিধ সমস্যায় লোকাসনের কবলে পরতে হয়। এমনকি বর্ষাকালে কয়েক লাখ টাকা ব্যায়ে বাশেঁর সাঁকো তৈরী করে পারাপারে চাষাবাদ করা হয়। তবে পরের বছর নদীর স্রোতে তা ভেসে দুর্ঘটনায় আহতের ঘটনাও ঘটেছে। নদীর ঘাটে একটি ফুট ব্রিজ বিষয়ে কথা হলে সৈয়দপুর পানি উন্নয়ন বোডের এসডি মামুনুর রশিদ বলেন, অবশ্যই একটি ফুট ব্রিজ নির্মাণ দরকার। এরজন্য যথাযথ আর্থিক বরাদ্দ পেলে এ সমস্যার সমাধান হবে। সৈয়দপুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল বলেন, ফসল তুলতে এপারের কৃষকদের দুর্ভোগে কথা শুনেছি। তাই এ ফুট ওভার ব্রিজ যাতে দ্রুত নির্মান করা এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×