ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্প উদ্বোধন

প্রকাশিত: ২৩:৪৬, ২ ডিসেম্বর ২০২১

রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্প উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র প্রকল্প এলাকায় বিদ্যুত কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ প্রকল্পের কাজ বুধবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস), লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং রাশান স্টেট কর্পোরেশন রোসাটমের বৈদেশিক প্রকল্প প্রধান রুসলান বাইচুরিন। আগামী ১০০ বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বহু স্তরের নিরাপত্তা বলয় নির্মাণের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত বিদ্যুত উৎপাদনে সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেল (এনএসপিসি), সেনাবাহিনীর ব্যবস্থাপনায় জেএসসি এলেরন, রাশান ফেডারেশন কর্তৃক প্রকল্পটির নির্মাণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×