ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শতাধিক সাবেক নিরাপত্তা সদস্যকে খুন করেছে তালেবান ॥ এইচআরডব্লিউ

প্রকাশিত: ১৩:৫০, ১ ডিসেম্বর ২০২১

শতাধিক সাবেক নিরাপত্তা সদস্যকে খুন করেছে তালেবান ॥ এইচআরডব্লিউ

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের সাবেক শতাধিক নিরাপত্তা সদস্যকে হত্যা অথবা গুম করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তারা ক্ষমতা দখলের পর এমন কাণ্ড ঘটিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘‘তালেবান নেতারা আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারকে ক্ষমা এবং পুলিশ- সেনাকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দেওয়া সত্বেও তাদের হাতে নির্মম পরিণতির শিকার হতে হলো অনেককেই। তবে সম্প্রতি তালেবানের এক মুখপাত্র প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয় অস্বীকার করেছেন।’’ আফগানিস্তানে প্রায় ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গত আগস্টে সব মার্কিন সেনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপরই তালেবানের হাতে আফগান সরকারের পতন ঘটে। তালেবান একাধিকবার আশ্বস্ত করে যে তাদের অধীনে দেশটির সাবেক সরকারের পুলিশ, সেনা, এবং অন্যান্য কর্মকর্তাদের সাধারণ ক্ষমার আওতায় রাখবে।
×