ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেফারিকে হত্যার হুমকি আর্জেন্টাইন ফুটবলারের

প্রকাশিত: ১২:০৫, ১ ডিসেম্বর ২০২১

রেফারিকে হত্যার হুমকি আর্জেন্টাইন ফুটবলারের

অনলাইন ডেস্ক ॥ আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন ফুটবল লিগে রেফারিকে হত্যার হুমকি দিয়েছে দেশটির এক খেলোড়ায়।রেফারি দারিও হেরেরা এনেছেন এই অভিযোগ অ্যাটলেটিকো লানুস ক্লাবের খেলোয়াড় লাওতারো আকোস্তার বিরুদ্ধে। সোমবার রাতে খেলার সময় এই ঘটনাটি ঘটে । প্রতিপক্ষের মাঠে রেসিং ক্লাব দে আভেয়ানেদার মুখোমুখি হয়েছিল আকোস্তার ক্লাব লানুস। টানা তিন ম্যাচ জয়শূন্য থাকার পর সে ম্যাচেও দলটি হারে ৩-১ গোলে। তাতে জয়খরাটা বেড়ে দাঁড়ায় চার ম্যাচে। খেলা চলাকালিন সময় মেজাজ হারিয়ে বসেন আকোস্তা। রেফারিকে লক্ষ্য করে বলেন, ‘তুমি দুর্নীতিবাজ, যদি আর কখনো তুমি আমাদের খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পাও, তাহলে আমি তোমাকে খুন করব।’ এ কথা বলেই আর্জেন্টাইন ফুটবলার পড়ে গেছেন ফ্যাসাদে। বুয়েনোস এইরেসের শহরতলী আভেয়ানেদায় তার নামে পুলিশ রিপোর্ট ঠুকে দিয়েছেন আর্জেন্টাইন রেফারি। লানুস ক্লাবের সভাপতি বলেছেন, ‘এ নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।’ আকোস্তাও এখনো এ বিষয়ে মুখ খোলেননি। আর্জেন্টাইন রেফারিদের সংস্থার পরিচালক ফেদেরিকো বেলিগয় বলেছেন, ‘এমনটা চলতে পারে না। আকোস্তা যা করেছে, তা মেনে নেওয়া যায় না।’
×