ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রামপুরায় শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালকের সহকারী গ্রেফতার

প্রকাশিত: ১৩:৫৪, ৩০ নভেম্বর ২০২১

রামপুরায় শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালকের সহকারী গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ রাজধানীর রামপুরায় বাসের চাপায় একরামুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. মাইনউদ্দিনের মৃত্যুর ঘটনায় চালকের সহকারীকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রিন অনাবিল পরিবহনের সহকারী চান মিয়াকে গ্রেফতার করা হয় বলে র্যাব সদরদফতরের সহকারী পরিচালক ইমরান খান জানান। গতকাল সোমবার রাত ১০টার দিকে ডিআইটি রোড পূর্ব রামপুরা লাজ ফার্মার সামনে ওই পরিবহনের একটি বাসের চাপায় মারা যান মাইনউদ্দিন। তিনি স্থানীয় একরামুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক সোহেলকে (৩৫) আটক করে গণপিটুনি দেয় জনতা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলনের মধ্যে এ দুর্ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। ঘটনার পর সেখানে বাস আটকে ভাঙচুর করা হয়। ওইসময় অন্তত আটটি বাস পুড়িয়ে দেওয়া হয়।
×