ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১ ডিসেম্বর চালু হচ্ছে না ঢাকা নগর পরিবহন

প্রকাশিত: ০১:১১, ২৯ নভেম্বর ২০২১

১ ডিসেম্বর চালু হচ্ছে না ঢাকা নগর পরিবহন

স্টাফ রিপোর্টার ॥ বাস মালিকদের অসহযোগিতার দরুন আগামী ১ ডিসেম্বর চালু করা হচ্ছে না ঢাকা নগর পরিবহন। ফলে বাধ্য হয়েই সেটা আরও প্রায় এক মাস পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে চালূুর নতুন আশ্বাস দেয়া হয়েছে। রবিবার বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে এমন তথ্যই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি জানান, বাস রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ঢাকা নগর পরিবহন নামের বাস রুট। কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২৬ ডিসেম্বর থেকে এই সেবা চালু করা হবে। জানা গেছে, রবিবার ডিএসসিসি নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলে। বিশেষ করে বাস মালিকদের অসহযোগিতার দরুন ডিসেম্বরের শুরুতেই চালূু করাার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন মেয়র।
×