ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভ্রমণ ভাতা বাড়াতে সংসদে বিল

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ নভেম্বর ২০২১

ভ্রমণ ভাতা বাড়াতে সংসদে বিল

সংসদ রিপোর্টার ॥ উচ্চ আদালতের বিচারকদের দেশের ভেতরে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ভাতা বাড়াতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক ‘সুপ্রীম কোর্টের বিচারক (ভ্রমণ ভাতা) বিল-২০২১’ সংসদে উত্থাপন করলে পরে তা পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। শনিবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বাংলায় নতুন আইন প্রণয়নের পাশাপাশি ভ্রমণ সংক্রান্ত ভাতা বাড়ানোর জন্য বিলটি আনা হয়েছে। বিলের বিধান অনুযায়ী, কোন বিচারক দায়িত্ব পালনে সদর দফতরের বাইরে থাকলে ছুটির দিনসহ দৈনিক এক হাজার ৪০০ টাকা হারে ভাতা পাবেন। জবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা ৩০ নবেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেয়া এবং ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান এবং ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ৬০০ টাকা ফি দিয়ে ভর্তির আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদন করার শেষ সময় আগামী মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মেধাতালিকার ভিত্তিতে ভর্তি করা হবে।
×