ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে বাচঁলেন বাংলাদেশি শিক্ষার্থী

প্রকাশিত: ২২:০৫, ২৬ নভেম্বর ২০২১

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে বাচঁলেন বাংলাদেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক ॥ মালয়েশিয়ার আপিল আদালতের রায়ে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়েছেন বাংলাদেশি এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীকে তিন কেজি ৮৭৫ গ্রাম গাঁজা রাখার অভিযোগে সর্বোচ্চ সাজা দিয়েছিল দেশটির হাইকোর্ট। দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার এক প্রতিবেদনে জানায়, হাবিবুল হাসান খান নামের ২৬ বছর বয়সী ওই বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। ২০১৭ সালে সেই হোস্টেল কক্ষ থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। দুই বছর পর সেই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয় হাইকোর্ট। পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। মালয়েশিয়ার তিন সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার হাবিবুলের মঞ্জুর করে এ মামলার রায় দেয়। তাতে বলা হয়, হাবিবুল তার কক্ষে গাঁজা থাকার কথা জানতেন, এটা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। যদিও গাঁজার ব্যাগটি হাবিবুলের কক্ষেই পাওয়া গিয়েছিল, আত্মপক্ষ সমর্থনে হাবিবুল বলেছিলেন, ব্যাগটি ছিল জাওয়াদ নামে অন্য এক ছাত্রের। জাওয়াদ থাকতেন বিশ্ববিদ্যালয়ের বাইরে। গাঁজাসহ হাবিবুল গ্রেফতার হওয়ার পরদিনই তিনি আত্মহত্যা করেন।
×