ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুবদলের সমাবেশে মির্জা ফখরুল

খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশেই পাঠাতে হবে

প্রকাশিত: ২৩:১৯, ২৬ নভেম্বর ২০২১

খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশেই পাঠাতে হবে

স্টাফ রিপোর্টার ॥ এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। আগের দিন বুধবার তাঁর অবস্থা যেমন ছিল বৃহস্পতিবারও তেমনই ছিল। তবে চিকিৎসকরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু না জানালেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর অবস্থা খুবই সঙ্কটাপন্ন। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাঁকে বাঁচাতে হলে বিদেশে পাঠাতেই হবে। সূত্র জানায়, খালেদা জিয়ার রক্তের হিমোগ্লোবিন মাঝে মাঝে কমে যাচ্ছে। এ ছাড়া লিভারের জটিলতায় তাঁকে রক্ত দিতে হচ্ছে। এর বাইরে তাঁর ফুসফুস ও হার্টেরও সমস্যা অব্যাহত রয়েছে। ডায়াবেটিসের মাত্রাও কিছুটা বেড়েছে। সবকিছু মিলিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ। যুবদলের সমাবেশে ফখরুল বলেন, খালেদা জিয়া এত অসুস্থ যে, চিকিৎসকরা বলছেন, আমাদের বিদ্যা-জ্ঞান শেষ। আমরা এখানে আর কিছু করতে পারব না। তাঁকে বিদেশে পাঠাতেই হবে। কিন্তু সরকার তা শুনতে চান না। তিনি বলেন, এর আগে পরিত্যক্ত কারাগারে রেখে খালেদা জিয়াকে অসুস্থতার দিকে ঠেলে দেয়া হয়েছে। তিনি বলেন, যার বয়স ৭৬ বছর তাঁকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে মামলা দিয়ে বন্দী করা হয়েছিল। বন্দী থাকা অবস্থায় খালেদা জিয়াকে কোন ‘স্লো পয়জন’ দেয়া হয়েছিল কিনা আমরা জানতে চাই। ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্রের সভায় বাংলাদেশের নাম না থাকায় প্রমাণ হয়েছে দেশে গণতন্ত্র নেই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর বক্তব্যের সময় সমাবেশে উপস্থিত কিছু নেতাকর্মী হরতাল কর্মসূচী ঘোষণার দাবি জানালে এর প্রতিউত্তরে ফখরুল ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আগে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, তারপর কৌশলগতভাবে কর্মসূচী পালন করতে হবে। সবাইকে রাস্তায় নামতে হবে এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারকে বাধ্য করা হবে। খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ৩ দলের আহ্বান ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ৩টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান ৩ দলের নেতারা। বিবৃতিদাতা নেতারা হলেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এবং লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী ও মহাসচিব আবদুল্লাহ আল মামুন। খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ এলডিপির রোজা কর্মসূচী ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ শুক্রবার রোজা কর্মসূচী পালন করছে ২০ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ কর্মসূচী ঘোষণা করেন।
×