ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে ৭১ শতাংশ

প্রকাশিত: ১১:৩২, ১৮ নভেম্বর ২০২১

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে ৭১ শতাংশ

অনলাইন ডেস্ক ॥ চলতি বছর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ৭১ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে এক হাজার ৬৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় এক হাজার ৭৫৮ জন নিহত এবং এক হাজার ১২৩ জন আহত হয়েছে। গত বছর একই সময়ে এক হাজার ১১টি মোটরসাইকেল দুর্ঘটনায় এক হাজার ২৬ জন নিহত হয়েছিল। সেই হিসাবে চলতি বছর দুর্ঘটনা বেড়েছে ৬৩.৬০ শতাংশ আর মৃত্যূ বেড়েছে ৭১.৩৫ শতাংশ। গতকাল বুধবার মোটরসাইকেল দুর্ঘটনার ওপর এক প্রতিবেদন প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক সংবাদমাধ্যমে প্রচারিত খবরের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে বলা হয়, এ বছর নিহত ব্যক্তিদের মধ্যে এক হাজার ৩২৭ জন ১৪ থেকে ৪৫ বছর বয়সী। দুর্ঘটনায় ৭২ জন শিক্ষক এবং ৬৬৯ জন শিক্ষার্থী নিহত হয়েছে। মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে ১৫১ জন পথচারী। বেশির ভাগ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও বাসের ধাক্কা, চাপা ও মুখোমুখি সংঘর্ষে। বর্তমানে দেশে প্রায় ৩৫ লাখ মোটরসাইকেল চলছে। শুধু রাজধানীতেই চলছে ১২ লাখের বেশি। মানসম্মত গণপরিবহনের অভাব এবং যানজটের কারণে মোটরসাইকেলের ব্যবহার অস্বাভাবিক হারে বাড়ছে। মোটরসাইকেল চার চাকার যানবাহনের তুলনায় ৩০ গুণ বেশি ঝুঁকিপূর্ণ।
×