ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গীর ভাঙ্গা সেতুতে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ তৎপরতা

প্রকাশিত: ২৩:৫৭, ১৮ নভেম্বর ২০২১

টঙ্গীর ভাঙ্গা সেতুতে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ তৎপরতা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ ঢাকা-টঙ্গী-গাজীপুর-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের টঙ্গীতে আংশিক ভেঙ্গে যাওয়া টঙ্গী সেতুর মেরামত কাজ ধীরগতিতে চলার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সেতুটি ভেঙ্গে যাওয়ার ৭ দিন পার হয়ে গেলেও তাড়াহুড়ো করে ভাঙ্গা অংশ মেরামত করার যে তোড়জোড় এবং তদারকি থাকা দরকার ছিল তার কোন লক্ষণই দেখা যাচ্ছে না মেরামত স্থলে। গাছাড়া ভাবে চলছে মেরামত কাজ। সেতু ভেঙ্গে যাওয়ায় পর থেকে এলোমেলো হয়ে পড়া মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপপুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুনের বিশেষ দিকনির্দেশনায় নয়া প্লানিংয়ের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত আছে। গাজীপুর মহানগর দক্ষিণ পুলিশের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ জনকণ্ঠকে জানান, শত হিমশিম থাকার পরও গাজীপুর মহানগর পুলিশ এবং ট্রাফিক পুলিশ জানপ্রাণ দিয়ে ঢাকা টঙ্গী গাজীপুর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফরিদপুরে গৌতম হত্যা দিবস পালন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বুধবার দুর্বৃত্তদের হাতে নিহত, নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ১৬তম হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহর ও গৌতমের জন্মস্থান ভাঙ্গার চ-িদাসদী গ্রামে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
×