ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চারটা বাজলেই বন্ধ হয় ইবির গ্রন্থাগার

প্রকাশিত: ১০:৫৯, ১৬ নভেম্বর ২০২১

চারটা বাজলেই বন্ধ হয় ইবির গ্রন্থাগার

ইবি সংবাদদাতা ॥ দুই শিফটের পরিবর্তে এক শিফটে চলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগার। সকাল ৯ টায় চালু হয়ে রাত আটটা পর্যন্ত খোলার কথা থাকলেও বন্ধ হয়ে যায় বিকেল চারটায়। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। গ্রন্থাগারকে ফের আগের নিয়মে ফেরানোর দাবি জানিয়েছেন তারা। লোকবলের অভাবে দুই শিফট চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রন্থাগারিক। দীর্ঘ দেড় বছর বন্ধের পর গত ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দেওয়া হয়। এ সময় এক শিফটে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত গ্রন্থাগার চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একইসাথে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোদমে চালু হলে লাইব্রেরিও পুরোদমে চলবে বলে জানিয়েছিলেন গ্রন্থাগারিক। পরে ২৫ অক্টোবর ক্লাস শুরুর পর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিক হলেও গ্রন্থাগার স্বাভাবিক নিয়মে ফেরেনি। বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘গ্রন্থাগারে পড়াশুনা করা শিক্ষার্থীদের অধিকার। শিফট বন্ধ করে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়ছে। এর জন্য কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবই দায়ী।’ ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফ বলেন, ‘আগে থোক বরাদ্দে কিছু কর্মচারী ছিল, ফলে দুই শিফট চালানো গেছে। এখন তাদের বাদ দেওয়ায় দুই শিফট চালানো যাচ্ছে না। লোকবলের জন্য আবেদন করেছি।' গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভেবেছি। খুব দ্রুতই দুই শিফট চালু করা হবে।’
×