ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রাদেশিক সরকার পদ্ধতির বাস্তবায়ন জরুরী ॥ জিএম কাদের

প্রকাশিত: ০০:৩৭, ২৭ অক্টোবর ২০২১

প্রাদেশিক সরকার পদ্ধতির বাস্তবায়ন জরুরী ॥ জিএম কাদের

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ চেয়েছিলেন গণমানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই শাসনের বিপরীতে কল্যাণময় সেবা চালু করতে। তাই বর্তমান বাস্তবতায় পল্লীবন্ধুর স্বপ্নের প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে। মঙ্গলবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন জাতীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে তিনি আরও বলেন, নতুন নতুন প্রশাসনিক বিভাগ হচ্ছে। কিন্তু তা ঔপনিবেশিক শাসন পদ্ধতিতেই প্রশাসক নিয়োগের মাধ্যমে কাজ করছে। কিন্তু, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হলে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই পরিচালিত হবে সব কর্মকাণ্ড।
×