ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জের ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডে ৫ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ২০:৩৭, ২৬ অক্টোবর ২০২১

গোপালগঞ্জের ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডে ৫ জনের ফাঁসির আদেশ

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের মুকসুদপুরের ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডের বিচারের রায়ে ৫ আসামীকে ফাঁসির আদেশ এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হল, মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্যকান্দি গ্রামের মোঃ মান্নান শেখের ছেলে ফক্কার শেখ ও মুছা শেখের ছেলে মোঃ মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা ও মোঃ কাঞ্চন ফকিরের ছেলে মোঃ কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্যার ছেলে মোঃ আল-আমিন মোল্যা। মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২ জুন রাতে আসামীরা দুলাল শেখকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর গোহালা গ্রামের একটি শশ্মানঘাটে কুপিয়ে হত্যা করে কুমার নদে ফেলে দেয়। পরদিন ৩ জুন পুলিশ কুমার নদ থেকে দুলাল শেখের মরদেহ উদ্ধার করে এবং ওইদিনই মুকসুদপুর থানায় তার স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন (মামলা নং-০৫)। পরে পুলিশ তদন্ত শেষে ওই ৫ জনকে আসামী করে চার্জশীট দাখিল করে। বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে আসামীদের অনুপস্থিতিতে প্রত্যেককে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানা রায় ঘোষণা দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট মোঃ শহিদুজ্জামান খান পিটু এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্সী মোঃ আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ।
×