ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম ঘণ্টার পতনে ডিএসই সূচক ৭ হাজারের নিচে

প্রকাশিত: ১৩:০৭, ২৫ অক্টোবর ২০২১

প্রথম ঘণ্টার পতনে ডিএসই সূচক ৭ হাজারের নিচে

অনলাইন ডেস্ক ॥ সপ্তাহের প্রথম দিন পুঁজিবাজার শেষ হয়েছিল নিম্নমুখী সূচক নিয়ে, দ্বিতীয় দিনের সকালে প্রথম ঘণ্টার লেনদেনে সূচক নেমে গেছে আরও। সোমবার প্রথম ৩০ মিনিটের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট কমে যায়। এক ঘণ্টা পর সূচক পৌঁছায় ৬ হাজার ৯২৭ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৭৭ দশমিক ৯৯ পয়েন্ট কম। ওই সময় পর্যন্ত ডিএসইতে ৩৩৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৬৭টির দাম বেড়েছে, ২৬৬টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। পতনের ধারা চলছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই প্রথম ঘণ্টায় ২২৪ দশমিক ৭৮ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২০ হাজার ৩৪৫ দশমিক ৭৮ পয়েন্টে। সোমবার ওই সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ২৬টির দর বেড়েছে, ১২১টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহের প্রথম দিন রবিবার শেয়ার বিক্রির চাপে ঢাকার ডিএসইএক্স ৭০ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ কমে ৭ হাজার ৫ দশমিক ৭১ পয়েন্টে নামে। আর চট্টগ্রামের সিএএসপিআই ১২২ দশমিক ৭৮ পয়েন্ট কমে হয় ২০ হাজার ৫৭০ দশমিক ৫৭ পয়েন্ট। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর মহাসচিব রিয়াদ মতিন রবিবার বলেছিলেন, টানা দর কমার কারণে বিনিয়োগকারীরা ‘কিছুটা আতঙ্কিত’। সে কারণে বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। এর আগে গত ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত টানা ৭ কার্যদিবস সূচক কমেছিল ঢাকার পুঁজিবাজারে। এসময়ে সূচক ৩৪৭ পয়েন্ট কমে ৭ হাজার ২০ দশমিক ৬১ পয়েন্টে নামে। এরপর গত বৃহস্পতিবার সূচক ৫৫ পয়েন্ট বেড়ে পতনের ধারায় ছেদ পড়ে। তবে রবিবার আবার নিম্নমুখী হয়ে পড়ে সূচক। তাতে টানা আট দিনে ৩৬২ পয়েন্ট বা ৪ দশমিক ৯২ শতাংশ হারায় ডিএসইএক্স।
×