ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়নদের হারিয়ে ইংল্যান্ডের শুভ সূচনা

প্রকাশিত: ০১:৩৮, ২৪ অক্টোবর ২০২১

চ্যাম্পিয়নদের হারিয়ে ইংল্যান্ডের শুভ সূচনা

জিএম মোস্তফা ॥ গত বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল ইংল্যান্ড। এবার সেই ক্যারিবীয়দের বিপক্ষে বড় জয় দিয়েই টি২০ বিশ্বকাপের মিশন শুরু করেছে ইংল্যান্ড। শনিবার সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইয়ন মরগানের দল ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টি২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। প্রথমে ব্যাট করে ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৫ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে মাত্র ৮.২ ওভারে ৪ উইকেট হারিয়েই ৫৬ রান তুলে ফেলে ইংল্যান্ড। এর ফলে ৬ উইকেটের লজ্জাজনক হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে হয়েছে গেইল-রাসেলদের। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তবে ব্যাট করতে নেমে মোটেও সুবিধে করতে পারেনি টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। আদিল রশিদ-মঈন আলীদের বোলিং তোপে মাত্র ৫৫ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন ব্যাটিং দানব ক্রিস গেইল। এছাড়া কেউ দুই অঙ্কের কোটাই স্পর্শ করতে পারেনি। আন্দ্রে রাসেল আর ওবেদ ম্যাকয় সাজঘরে ফিরেছেন ০ রান করে। সমান ৩ রান করে আউট হয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডন সিমন্স এবং রবি রামপাল। সমান ৬ রান করে আউট হয়েছেন এভিন লুইস ও কিয়েরন পোলার্ড। আকিল হোসেনও অপরাজিত থাকেন ৬ রানে। এছাড়া শিমরন হোয়াটমায়ের ৯ এবং নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১ রান। ইংল্যান্ডের আদিল রশিদ ২.২ ওভার বল করে ২ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। এছাড়া মঈন আলী এবং টিমাল মিলস উভয়েই ২টি করে উইকেট দখল করেন। ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেয়া মামুলি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। এর পেছনে বড় ভূমিকা রাখে জস বাটলারের অপরাজিত ২৪ রান। কেননা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি একপাশ আগলে রাখলেও বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। জ্যাসন রয় ১১, জনি বেয়ারস্টো ৯, মঈন আলী ৩, লিয়াম লাইভিংস্টোনের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। তবে ৭ রানে অপরাজিত থেকে বাটলারকে ভালই সঙ্গ দিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ২টি আর রবি রামপাল ১টি উইকেট লাভ করেন। ম্যাচসেরার পুরস্কার জিতেন মঈন আলী। এর আগে ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত ষষ্ঠ টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এই দুই দল। সেবার শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ক্যারিবীয়রা।
×