ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড, ভারত ও আফগানদের জয়

প্রকাশিত: ০০:১৪, ২২ অক্টোবর ২০২১

ইংল্যান্ড, ভারত ও আফগানদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ। তার আগে প্রস্তুতি পর্বটা দারুণভাবেই সেরে নিয়েছে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। মূলপর্ব শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের দারুণভাবে শানিয়ে নিয়েছে ইংল্যান্ড। উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারের ব্যাটিং আর বোলার মার্ক উডের বোলিংয়ে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ইংলিশরা। এদিকে, ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকেও হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে ভারত। দুই ম্যাচেই অনায়াস জয় কোহলি-রোহিতদের। বিশ্বমঞ্চে নামার আগে দাপুটে পারফরমেন্সে প্রতিপক্ষদের কঠোর বার্তা দিয়ে রাখল ভারত। শেষ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৫২ রানে আটকে দিয়ে ৮ উইকেটে জিতেছে ভারত। ১৩ বল আগেই জয় তুলে নেয় কোহলির দল। আরেক ম্যাচে শাহীন আফ্রিদি, সাদাব খান, হাসান আলিদের মতো তারকা বোলারদের পাত্তাই দিলেন না প্রোটিয়া রসি ভ্যান ডার ডুসেন। পাক বোলারদের তুলোধোনা করে ৫১ বলে সেঞ্চুরি হাকান তিনি। আর তার এই টর্নেডো ঝড়েই পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এদিন বড় চমকটা উপহার দিয়েছে আফগানিস্তান। এদিন তারা ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৯ রান করে আফগানরা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৩/৫ রানেই আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে বড় হার নিয়েই বিশ্বকাপের মূল পর্বের মিশন শুরু করতে হচ্ছে ক্যারিবিয়ানদের।
×