ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু কমে ১০

প্রকাশিত: ২৩:৫৭, ২২ অক্টোবর ২০২১

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু কমে ১০

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ দেয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত কিছুটা কমলেও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সর্বশেষ তথ্য অনুসারে, দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৮০ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৫২৩ জনের।
×