ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দেশে এলো সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা

প্রকাশিত: ১২:১৯, ২১ অক্টোবর ২০২১

দেশে এলো সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা

অনলাইন ডেস্ক ॥ চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টিকার চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই চালান গ্রহণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। এর আগে, গত সোমবার রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও একই দিন দিবাগত রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজসহ মোট ২০ লাখ ডোজ টিকার চালান আসে দেশে।
×