ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দরিদ্র দেশে কম দামে করোনার ওষুধ দিতে ডব্লিউএইচওর উদ্যোগ

প্রকাশিত: ২৩:৫১, ২০ অক্টোবর ২০২১

দরিদ্র দেশে কম দামে করোনার ওষুধ দিতে ডব্লিউএইচওর উদ্যোগ

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ২০ লাখ ২৪ হাজার ০৭৭ জন। এর মধ্যে ৪৯ লাখ ২৩ হাজার ৭২৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২১ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার ৭৮৬ জন। এদিকে দরিদ্র দেশগুলো যেন কম দামে করোনার এ্যান্টিভাইরাল ওষুধ কিনতে পারে, সেজন্য এ্যাকসেস টু কোভিড-১৯ টুলস এক্সিলারেটর (এসিটি-এ) নামের একটি প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। এই প্রকল্পের উদ্দেশ্য ও পরিকল্পনার খসড়া একটি অনুলিপি স¤প্রতি পেয়েছে রয়টার্স। মঙ্গলবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, আগামী ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে প্রায় ১০০ কোটি করোনা টেস্টের ব্যবস্থা এবং ১২ কোটি করোনা রোগীকে করোনার চিকিৎসাবাবদ অল্প দামে এ্যান্টিভাইরাল পিল সরবরাহের পরিকল্পনা নিয়েছে ডবিøউএইচও। সেই উদ্দেশ্যেই এই প্রকল্প শুরু করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।
×