ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়েসিসে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু

প্রকাশিত: ০১:১৯, ১৯ অক্টোবর ২০২১

ওয়েসিসে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিসে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। সোমবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এ্যান্ড পিআর) মোঃ কামরুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গড়ে তোলা হয়েছে এ নিরাময় কেন্দ্র। ৬০ শয্যার এ কেন্দ্রে তুলনামূলক কম খরচে বিশ্বমানের সেবার ব্যবস্থা রয়েছে। ওয়েসিসে সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু রয়েছে। দায়িত্বরত চিকিৎসক এবং মনোরোগ বিশেষজ্ঞগণ এ সেবা প্রদান করবেন। মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ পেতে কেন্দ্রের ০১৩২০-২২৫৫৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে। আইজিপি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোঃ আজিজুল ইসলাম।
×